নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষ ‘অর্কিডে’ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারণ মানুষ যা দেখে না, সাংবাদিকরা তথ্য সংগ্রহের মাধ্যমে তা তুলে ধরেন। তাই নীতি-নৈতিকতা রক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে থাকব। সবাই মিলে সোনারগাঁকে আরও এগিয়ে নিতে চাই।”
সভায় তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সোনারগাঁ উপজেলার উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।