নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঝুঁকি রোধ ও করণীয় বিষয়ে পরিছন্নকর্মীদের সচেতন করতে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর মন্ডলপাড়ায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩৫ জন নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নকর্মী।
প্রশিক্ষণের অংশ হিসেবে স্মোক ইজেক্টর ও এয়ার ভেন্টিলেটর ব্যবহার করে সেপটিক ট্যাংকে বাতাস সরবরাহ ও দূষিত গ্যাস অপসারণের কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নকর্মীদের এ বিষয়ে সচেতন করতে বড় পর্দায় বিভিন্ন কৌশল শেখানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের প্রশিক্ষণের দিকনির্দেশনা দেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “সেপটিক ট্যাংক দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানি হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জ একটি ঘনবসতির শহর। প্রায় প্রতিটি বড় বড় ভবনেই সেপটিক ট্যাংক রয়েছে। আমরা সে কথা চিন্তা করে এই প্রশিক্ষণ দিচ্ছি। এর কারণ হচ্ছে যারা সেপটিক ট্যাংক নিয়ে কাজ করেন তাদের সচেতনতা বাড়ানো ও প্রাণহানি রোধ করা।”
তিনি বলেন, “অনেক ভবনে থাকা সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ঢাকনা খোলার সাথে সাথে শ্রমিকরা ভিতরে ঢুকে যায়। সেখানে অনেক দিনের জমে থাকা বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারায় এমনকি মৃত্যুবরণও করে। যার প্রধান কারণ হচ্ছে এ বিশেষ সচেতনতা না থাকা। কিন্তু তারা যদি একটু অপেক্ষা করে বিষাক্ত গ্যাস নির্গমন হওয়ার পরে ঢুকে তাহলে এই দুর্ঘটনা হয় না। আমরা চাই এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়।”
প্রশিক্ষণ পর্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান, ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে বিসিকের ফায়ার স্টেশনেও একই প্রশিক্ষণ দিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।