প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ
সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার
নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
গ্রেফতারকৃতর নাম আতাউর রহমান। সে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। তিনি জানান, গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃতকে আদালতে তুলে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিন‘র আদালত। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রহমান বলেন, গ্রেফতারকৃতকে আদালতে তুলে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করা হয়।
Copyright © 2024 news24narayanganj. All rights reserved.