নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি (দুলাভাই) মো. মাসুদ মিয়াকে (৩২) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা প্রায় পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার সময় শিশু ওই অভিযুক্তের ভাড়া বাসায় ছিল। অভিযোগে বলা হয়েছে, ৮ বছর বয়সী শিশুটি প্রথমে পরিবারের সদস্যদের কিছু জানায়নি, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের জিজ্ঞাসাবাদের পর সে বিষয়টি প্রকাশ করে।
ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। থানার হেফাজতে শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাখা হয়েছে।
থানার ওসি আব্দুল বারিক বলেন, আসামি এখনও পুলিশের কাছে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।