নিহত গৃহবধূর নাম খাদিজা আক্তার মুন্নি (১৯)। সে কুমিল্লা জেলার মেঘনার ফুল মিয়ার মেয়ে। তিনি ঢাকার সাভারে স্বর্ণ দোকানি স্বামী জাহিদুল হাসানের সঙ্গে বসবাস করতেন। সন্তানসম্ভবা হওয়ায় তিনি কয়েকমাস আগে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বর্তমানে তাদের সন্তানের বয়স মাত্র তিন মাস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নির স্বামী জাহিদুল হাসান দুই দিন আগেই শ্বশুরবাড়ি থেকে সাভার ফিরে গেছেন। এরপরই এই ঘটনা ঘটে।
মুন্নির বাবা-মা পুলিশকে জানিয়েছেন, সন্তান জন্মের পর থেকে মুন্নি অস্বাভাবিক আচরণ করতেন। তিনি হঠাৎ হঠাৎ অকারণে রেগে যেতেন এবং তার অ্যালার্জিজনিত রোগও ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, “মুন্নির স্বামী দুদিন আগে শ্বশুরবাড়ি থেকে চলে গেছেন বলে জেনেছি। পরিবারের দেওয়া তথ্যানুযায়ী, মুন্নির মানসিক অবস্থার কিছুটা তারতম্য ছিল।”
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনূর আলম জানান, “ভিকটিমের স্বামী ঝগড়া করে দুদিন আগে শ্বশুর বাড়ি থেকে চলে গেছেন বলে জেনেছি। ভিকটিমের পরিবার মরদেহ ময়নাতদন্ত না করার কথা বললেও আমরা আইনানুগভাবে ময়নাতদন্ত করবো। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এই অস্বাভাবিক মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।”
