নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জের এক বালুর মাঠ থেকে আব্দুর রহিম (৪০) নামের এক বিদ্যুৎমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত বিদ্যুৎমিস্ত্রি হলেন মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ির মৃত আ. সালাম তালুকদারের ছেলে আব্দুর রহিম।
নিহতের বড় ভাই আ. রব গণমাধ্যমকে বলেন, আমার ভাই একজন বিদ্যুৎমিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসর নামাজের সময় খাওয়াদাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। আজ সকালে লোক মারফত জানতে পারি আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দিই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ গণমাধ্যমকে জানায়, ‘অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাত ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।