নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৮নং ওয়ার্ডে ডেঙ্গু বা এডিস মশার বিস্তার প্রতিরোধে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকার মসজিদের ইমাম, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ আগষ্ট ) সকাল ১০ টায় নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
এ সময় কাউন্সিলর রুহুল বলেন , ডেঙ্গু বা এডিস মশার বিস্তার প্রতিরোধে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আমার একার পক্ষে সম্ভব না, ওয়ার্ডবাসীসহ সকলে যদি পরিস্কার পরিছন্ন করে রাখে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে তাহলে আশা করি এই ৮ নং ওয়ার্ডে ডেঙ্গু বা এডিস মশা বিস্তার করতে পারবেনা। আমি আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি। এসময় উপস্থিত সকলে ডেঙ্গু বা এডিস মশা বিস্তার প্রতিরোধে সকলেই যারযার অবস্থানে থেকে সর্বাধিক সহযোগী করবে বলে কাউন্সিলরকে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।