নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ "ডেভিল হান্ট" অপারেশনের আওতায় আওয়ামীলীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। বুধবার আদালতে তাদের হাজির করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নাসিক ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী, মুক্তিনগর এলাকার শাহ পরাণ আহমেদ যুবরাজ (২২), সানারপাড় বাগমারা এলাকার যুবলীগের কর্মী মেহেদী হাসান রুবেল (৩৫), পাইনাদী নতুন মহল্লার যুবলীগের কর্মী ও সাবেক কাউন্সিলর ফারুকের 'ডানহাত' দ্বীন ইসলাম (৩০) ও আওয়ামী লীগের কর্মী হিরন (৫০)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী, সানারপাড় ও হীরাঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলা ও দণ্ডবিধির বিভিন্ন ধারার মামলা রয়েছে।