নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে মো. রোমান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এস.ও বাসস্ট্যান্ড এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. রোমান (২৪), পটুয়াখালী জেলার দশমিনা থানার দক্ষিণ আদমপুর এলাকার বাসিন্দা মজিবুর বিশ্বাসের ছেলে। তিনি ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে রোমানকে তার ভাড়াকৃত কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা ৯৯৯-এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।