নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লা প্রতিনিধিঃ
সাইনবোর্ডে মার্কেট দখল নিয়ে সন্ত্রাসী মাজেদুল বাহিনী ও জালাল হুজুর বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ধামাচাপা দিতে আওয়ামী লীগে নেতা রাজ্জাক বেপারীকে ঢালাওভাবে ব্যবহার করে ঘটনা অন্য দিকে মোড়ানোর চেষ্টা করছেন সন্ত্রাসী মাজেদুল বাহিনী।
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় গত ৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় হাজী রাজ্জাক বেপারী মার্কেটের মালিকানা নিয়ে সন্ত্রাসী মাজেদুল বাহিনী ও জালাল হুজুর বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনাকে ধামাচাপা দিতে আওয়ামী লীগ নেতা রাজ্জাক বেপারীকে ঢালাওভাবে ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করছেন ভুইগড় চৌরাবাড়ি এলাকার মৃত কালাচাঁন মেম্বারের ছেলে সন্ত্রাসী মাজেদুল বাহিনী।
গত ৫ আগস্টের পর থেকে সাইনবোর্ড ভুইগড়, রুপায়ন টাউন, ভুইগড় কাজিবাড়ি, এসবি গার্মেন্টস সহ আশপাশের এলাকা গুলোতে সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখল এমনকি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখলে অভিযোগ রয়েছেন চিহিত সন্ত্রাসী ভূমিদস্যু মাজেদুল বাহিনী এর বিরুদ্ধে।
এতেই শেষ নয় মাজেদুলে এর বিরুদ্ধে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক নেতার ছত্রছায়ায় থেকে এবং কি তার নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষকে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ।
গত ৫ই আগস্ট এর পর ভুইগড়, রুপায়ন টাউনে ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ রুপায়নে থাকা বেশ কয়েকটি ফ্ল্যাট দখল করে নিয়েছেন মাজেদুল বাহিনী।
মাজেদুল এর সহযোগিতা হিসেবে রয়েছেন নাজমুল, সাজিদ, মামুন, লুঙ্গি বাবু, লিটন, নুরু মেম্বরের ছেলে শাহিন, এই বাহিনী দিয়ে সাইনবোর্ড থেকে ভুইগড়ে রাস্তা আশপাশে রাতে ছিনতাই, ডাকাতি ও দিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘরে লুটপাট ওর চাঁদাবাজির অভিযোগ রয়েছেন।
মাজেদুল এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ যৌথ বাহিনী, পুলিশ সুপার, ফতুল্লা মডেল থানায় একাধিক চাঁদাবাজি ও জমি দখল এবং ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে মাজেদুলের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে মাজিদুল জানান জালাল হুজুর নামের এক ব্যক্তি সাইনবোর্ড বেপারী মার্কেট এসে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেন আমি পরবর্তীতে পুলিশে ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় সে তালা গুলো খুলে দেই।
তবে ওয়ারিশ সূত্রে মার্কেটের মালিক আমরা গত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোষরা জোর করে এই জায়গাটি দখল করে নিয়ে যায়। ৫ ই আগষ্ট পর আমি পুনরায় মার্কেটে দখল করে ভাড়া উঠিয়ে খাচ্ছি।
মাজেদুল এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের পত্রপত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাজেদুলের অপকর্ম নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশও হয়েছে, তবে কোন অদৃশ্য ক্ষমতার বলে মাজেদুল কে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না এ নিয়ে প্রশ্ন চলছে জনগণে।
মাজেদুলের এমন চাঁদাবাজি ও দখলবাজী কর্মকাণ্ডে যারা মূল ধারার বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদেরও রয়েছে নানা প্রশ্ন এবং হতে হচ্ছে বিভিন্ন প্রশ্নের শিকার তাদেরও দাবি অচিরেই দলীয়ভাবে মাজেদুল এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মাজেদুলে মত চাঁদাবাজ কে বিএনপি থেকে বহিষ্কার করা হোক এতেই বিএনপির মান সম্মান ক্ষুন্ন হবে না বলে তারা মনে করেন।
সব মিলিয়ে এলাকাবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দাবি অচিরেই এই চাঁদাবাজকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যৌথ বাহিনী ব্যবস্থা নেওয়ার জোরালো দাবী জানিয়েছেন।