নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করেন।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছিল। এসব স্থাপনাকে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকা- ঘটছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযানে বিভিন্ন পরিবহনের অবৈধ কাউন্টার, গ্যারেজ, তুলার গোডাউনসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত ও অপরাধপ্রবণতা কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।