নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বরিশাল আদালতের পৃথক ২টি চেক ডিজনার মামলার দেড় বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী জুম্মত আলী (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে রোববার (১৯ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী জুম্মত আলী বন্দর উপজেলার পদুঘর এলাকার মৃত নূর আলী মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস শািনবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ইউনিয়নের পদুঘর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালায়। অভিযান কালে পুলিশ বরিশাল আদালতের পৃথক ১২১/২০ ও ১২২/২০ নং সিআর মামলার দেড় বছরের সশ্রম কারাদন্ড ও অনাদায়ে ২৫ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী জুম্মত আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।