নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই কর্মশালার মাধ্যমে আমরা আমাদের ৩১ দফা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। এই প্রশিক্ষণের সুফল আমরা প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় ছড়িয়ে দেব।
বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আমরা মহানগর বিএনপির সমস্ত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি। নারায়ণগঞ্জ মহানগরে সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে এটিকে একটি সুন্দর ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে চাই।আমাদের দল যাতে এই মহানগরীতে একটি শক্তিশালী, সুসংগঠিত দল হিসেবে তৈরী হয় সেই লক্ষে কাজ করবো।
কর্মশালাটি পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবারের’ কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।