নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে এবং প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল।
আলোচনা সভায় বক্তব্যে আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তার মাধ্যমেই একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি ৫ আগস্টের ঘটনার কথা স্মরণ করে বলেন, সেদিন সারাদেশে যখন থানা লুট, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল, তখন আমি রিয়াদ চৌধুরীকে ফোন করে থানা ও অন্যান্য সরকারি স্থাপনা রক্ষায় সহযোগিতা চাই। সঙ্গে সঙ্গে তিনি থানা, সরকারি তেল ডিপোসহ আশপাশের সব সরকারি স্থাপনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেদিন যদি থানা লুট হতো, তাহলে লুট হওয়া অস্ত্র দিয়েই আজ আমাদের বুকেই গুলি করা হতো।
তিনি আরও বলেন, ওই সময় কলকারখানার শ্রমিকরা পূর্বের ক্ষোভের জেরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সহিংসতার চেষ্টা করছিল। সে সময়ও রিয়াদ চৌধুরী শিল্প প্রতিষ্ঠানগুলো রক্ষায় কার্যকর ভূমিকা পালন করেন। সরকারি স্থাপনা ও শিল্প প্রতিষ্ঠান রক্ষায় তার সেই ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
নারায়ণগঞ্জ জেলা প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে. এস. এম. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বন্ধন মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মনির, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।