নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে নারায়ণগঞ্জ বরফকল মাঠ সংলগ্ন অফিসে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জানুয়ারী ২০২৬ বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
আয়োজনে মাসুদুজ্জামান বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের যে ভিত্তি স্থাপন করে গেছেন, তা এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।" তিনি আরও বলেন, " দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। তাঁর আত্মার মাগফেরাত কামনায় আজকের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে।সেই সাথে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে সকলের প্রতি আহ্বান থাকবে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালাম আজাদকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য কাজ করবেন। কারও ডাকের অপেক্ষা না করে বিভেদ ভুলে ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।"
আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম—আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, মোঃ আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ সকল বিশিষ্ট নেতৃবৃন্দ। এছাড়াও আজকের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তাঁর অবদান স্মরণ করা হয়। আয়োজনে উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।