নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে বিরাজমান ভয়াবহ যানজট নিরসনে দ্রুত একটি কমিটি গঠন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রবিবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শহরের যানজটকে একটি দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে জেলা প্রশাসক অটোরিকশার অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং সড়কের অপ্রতুলতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন।
ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত শোনার পর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, “ছোট্ট এই শহরে জনসংখ্যা খুব বেশি, কিন্তু সেই তুলনায় সড়ক কম। শহরে প্রচুর অটোরিকশা বৃদ্ধি পেয়েছে। তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা তা নিয়ে কাজ করছি।” তিনি রমজান মাসে যানজট নিরসনে সহায়তা করার জন্য নারায়ণগঞ্জ চেম্বারের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা প্রশাসক আরও বলেন, শহরে অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল নেই। তবে যানজট নিরসনে দ্রুত সবাইকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির পরামর্শক্রমে দ্রুত বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে। তবে তিনি নারায়ণগঞ্জবাসীকে সবার আগে সচেতন হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাল্স অ্যান্ড লেনটিল ক্রাশিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের ৩৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন প্রমুখ।