নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার চারজনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ওই নির্দেশনা দেন। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইয়ূম খান।
অভিযুক্তরা হলো, বন্দর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০নং ওয়ার্ডের সেক্রেটারি নেতা জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলাম ও ফারুক প্রধান।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইয়ূম খান জানান, বন্দর উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে গিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। অন্তর্বর্তী সরকারকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ১৮ দিনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। গত দুইদিন বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দায় লিফলেট বিতরণের চেষ্টা করেন তারা। কর্মসূচির শেষ দিনে নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন জামান মিয়া, সাইদুলসহ অন্য নেতাকর্মীরা। কর্মসূচি পালনের একটি ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়ে। এরপর তাদের দুজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়।
তিনি জানান, তাদের বিস্ফোরণ আইনের মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালত তোলা হয়েছে। বিচারক নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাদের ১দিন করে রিমান্য মঞ্জুর করেন।