নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর একটি দল অভিযান চালিয়ে সাড়ে ৩০কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিকআপ চালক ইমরান (২৩), তার সহকারী (হেলপার) মোঃ আলমগীর (২৫) এবং মোটরসাইকেল চালক মোঃ মাসুম (২৮)।
র্যাব জানায়, ২০ জুলাই, ২০২৫ তারিখে দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযানের সময় সন্দেহভাজন একটি পিকআপ ও একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপ থেকে ৩০.৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে একটি বিশেষ কৌশল অবলম্বন করে আসছিল। তারা কুমিল্লা জেলা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ইমরান পিকআপটির চালক এবং আলমগীর হেলপার হিসেবে কাজ করছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী, মাসুম মোটরসাইকেল চালিয়ে পিকআপের আগে আগে গিয়ে আইন প্রয়োগকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আসছিল, যাতে তারা নিরাপদে গাঁজা ঢাকায় পৌঁছে দিতে পারে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।