নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক মামলায় কাঞ্চন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, গ্রেফতারকৃত আইয়ুব খান দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, এলাকায় আধিপত্য বিস্তার, সাধারণ মানুষকে হয়রানি এবং জমি দখলসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় বিস্ফোরকসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।
আইয়ুব খান ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তবে শুক্রবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।