প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
রূপগঞ্জে নিজ সন্তানকে পানিতে ফেলে হত্যা, স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছেন বাবা
নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয় বছর বয়সের শিশু সন্তানকে পানিতে ফেলে হত্যা করে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়েছেন বাবা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাত ৯টার দিকে ঘাতক বাবার দেয়া তথ্য মতে, এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি পুলিশের উপস্থিতিতে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদীর সাটির পরা ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক বিকারগ্রস্ত।
ঘাতক বাবা জুবায়ের হাসান হিমেলের স্বীকারোক্তির বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মিজান জানান, জুবায়েরের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে তার স্ত্রী তাকে ও তাদের ছয় বছর বয়সের শিশু সন্তান জুলফিয়ার জিহাদকে ফেলে অন্যত্র চলে যায়। পরে ছেলে জিহাদকে নিয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় চলে আসেন জুবায়ের। স্ত্রী না থাকায় ছেলের দেখাশোনা ও কাজকর্ম নিয়ে জটিলতা তৈরি হলে পরবর্তীতে এক পর্যায়ে জুবায়ের মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। ছেলেকে বোঝা মনে হওয়ায় গত সোমবার দুপুরে জিহাদকে পানিতে ফেলে হত্যা করেন তিনি। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জুবায়ের নিজেই ভুলতা পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে ছেলেকে হত্যার কথা পুলিশকে জানান।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মিজান আরও জানান, পরে ভুলতা ফাঁড়ির পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষেকে খবর দিলে তারা এসে উপস্থিত হয়। পরে জোবায়েরের দেখানো মতে এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পেট্রোল পাম্পের সামনে একটি ডোবায় তল্লাশি করে কচুরিপানার নিচ থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর ঘাতক বাবা জোবায়েরকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মিজান।
Copyright © 2024 news24narayanganj. All rights reserved.