নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে চেকপোস্ট বসিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
এসময় তল্লাশি করে পিস্তলের তাজা গুলি ও ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের নাম নয়ন এবং আড়াইহাজার থেকে আসা আল আমিন সাব্বির।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং তাজা গুলিসহ দুই যুবককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় পিস্তলের গুলিসহ নয়ন -আল আমিন সাব্বির নামের ওই দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।