নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মৃত ব্যক্তির নামে ভুয়া জন্ম নিবন্ধন করার সময় সিদ্দিকুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নগর ভবনের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।
এবিষয়ে নাসিক ১৪নং ওয়ার্ডে সচিব মো.ইমরান হোসেন জিসান জানান, বাবুরাইল এলাকা থেকে সিদ্দিকুর রহমান নামে একজন ব্যক্তি আনোয়ার হোসেন আনু নামে একটি নতুন জন্ম নিবন্ধন করতে আসে। কিন্তু আমরা অনলাইনে দেখলাম আনোয়ার হোসেন আনু নামে যে জন্ম নিববন্ধন করার জন্য কাগজ-পত্র দেওয়া হয়েছে তার সকল তথ্য ছিলো ভুল।
সেখানে আনোয়ার হোসেন আনুর স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে জামালপুর সরিষাবাড়ি। কিন্তু আনোয়ার হোসেন আনু নামে একটি অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও এনআইডি কার্ড রয়েছে। যে নাসিক ১৪নং ওয়ার্ডের ভোটার।
কিছু দিন আগে তাকে হত্যা করা হয়। বর্তমানে সেই হত্যা মামলা চলমান রয়েছে। কিন্তু আজ একজন ব্যক্তির তার নামে আরও একটি ভুয়া জন্ম নিবন্ধন করতে আসে।
তিনি আরো জানান, যে ব্যক্তিটি এই ভুয়া জন্ম নিবন্ধন সনদ করতে আসছে তার নাম সিদ্দিকুর রহমান, পিতা চড়ু মিয়া, বাবুরাইল এলাকায় তার বাড়ি। আমরা তাকে আটক করার পরে তার থেকে জানলাম নুর আলম নামে একজন তাকে পাঠিয়েছে।
এই নুর আলম নিহত আনোয়ার হোসেন আনুর শ্যালক। আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।