নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ (৩৯) হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব-১০ কে সহযোগিতা করে র্যাব-১১ এর একটি ইউনিট।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে নান্নুকে গ্রেফতার করেছে এবং তাদের ইউনিট অভিযানে সহযোগিতা প্রদান করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে এবং সিমেন্টের ব্লক দিয়ে থেঁতলে হত্যা করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে সোহাগের মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা চারজনের মধ্যে একজন ছিলেন।
গত ৯ জুলাই, বুধবার, মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে সোহাগকে হত্যা করা হয়। এই ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠলে পরের দিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। স্থানীয়রা প্রাথমিকভাবে চাঁদাবাজিকে এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করছেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নান্নু গ্রেফতারের মাধ্যমে এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। এই হত্যাকাণ্ডটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।