নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তনে নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এশার নামাজ শেষে নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনা ও তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুসল্লিরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।
এদিকে, ২৫ ডিসেম্বর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৬ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও সাধারণ জনগনকে দোয়ায় অংশগ্রহণের জন্য বলায়।