নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (৪ নভেম্বর) এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের উৎসাহ, ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যেই এ আলোচনার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। তিনি বলেন, “মাসুদুজ্জামান মাসুদ আমাদের দলের একজন যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থী। তার পাশে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং নারায়ণগঞ্জের জনগণের কাছে তার উন্নয়ন ও সেবার অঙ্গীকার পৌঁছে দেব।
উপস্থিত সকল নেতা-কর্মী সভায় একমত পোষণ করেন যে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত বিজয় সম্ভব নয়। নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে, দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে আসন্ন নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদের বিজয় নিশ্চিত করা হবে।
এই আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সদর থানার মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক দুলাল ও সাহেবুল্লাহ রোমান, সদর থানার সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুলহাস, এবং সদর থানার প্রতিটি ওয়ার্ডের প্রেসিডেন্ট ও সেক্রেটারিরা।
এছাড়াও বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের কনভেনার সোহেল ও সদস্য সচিব ছোট সোহেল আলোচনা সভায় উপস্থিত ছিলেন।