নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন বলেছেন, “মান-অভিমান, দুঃখ-কষ্ট সবকিছু শেষে আমরা ধানের শীষের লোক। ধানের শীষকে অবহেলা করার সুযোগ নেই। আশা ছিলো সাখাওয়াত ভাই বা টিপু ভাইকে দল মনোনয়ন দেবে—কারণ তাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন পথ চলেছি। তবে এখন মাসুদ ভাই ধানের শীষের কান্ডারী হয়েছেন। আমাদের দুঃখ-কষ্ট আজ থেকে শেষ।”
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন মাসুদুজ্জামান মাসুদ।
রিপন আরও বলেন, “বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে সুখ-দুঃখে বহুদিন পথ পাড়ি দিয়েছি। আজ থেকে এদের দায়িত্ব আপনার (মাসুদুজ্জামান) কাঁধে। আপনি আমাদের সুখ-দুঃখের অংশীদার হবেন। আপনাকে ধানের শীষে বিজয়ী করতে আমরা সর্বোচ্চটা ঢেলে দেবো। সকল মতভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা কষ্ট পেয়ে দূরে আছেন তাদেরও সঙ্গে নিতে হবে।”
তিনি বলেন, “নির্বাচন এত সহজ নয়। সকলকে সম্পৃক্ত করে আমরা একসঙ্গে ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আজাদ ভাই ও মাসুদ ভাইয়ের সম্মান রক্ষায় আগামীকাল বরফকল মাঠের জনসভাকে জনসমুদ্রে পরিণত করবো।”