মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার (২৬ মার্চ) সকালে নগরীর আমলাপাড়া এলাকার হোসিয়ারি সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিল বের করে চাষাড়া বিজয় স্তম্ভে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণাকারী। এবং প্রত্যক্ষভাবে বীরদর্পে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হিসেবে জেড ফোর্সের প্রধান হিসেবে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতিকে আমরা স্মরণ করছি। আমরা স্মরণ করছি যে সকল যোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। গত ১৭ বছর এই বাংলাদেশে যে সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সহ বাংলাদেশের ছাত্র-জনতা, যুবদল, শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যারা মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়ে তুলবো।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবীর, আনোয়ার হোসেন আনু, সদস্য মাসুদ রানা, ডা. মজিবর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার হোসেন প্রমুখ।