নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার উচিৎপুরা ইউনিয়নের ছোট বালাপুর গ্ৰামের নরুজ্জামানের মেয়ে রুজিনাকে ভর্তি করা হয়। তখন ডিউটিরত ডা. সাইফুল ইসলাম রুজিনার গর্ভাবস্থার পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র দেখে চেকআপ করে রুজিনা সুস্থ আছেন এবং নরমাল বাচ্চা প্রসব হবে বলে জানান। পরে একজন নার্স রজিনার মৃত পুত্র সন্তান হয়েছে বলে জানান।
পরিবারের লোকজন দেখতে পান, বাচ্চার বুকে অতিরিক্ত চাপাচাপির কারণে বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত এবং বাচ্চা নাড়াচাড়া এবং কান্না না করায় ম্যানেজার জহিরুল তড়িঘড়ি করে নবজাতককে মাতুয়াইল শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার বলেন, নবজাতক শিশু অনেক আগেই মারা গেছে। তখন পরিবারের লোকজন বাচ্চাটিকে মাতুয়াইল থেকে এনে এটু জেড হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উল্টো মামলা দিয়ে হয়রানি করবে বলে জানায়।
এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে পরিণাম ভালো হবে না বলে ম্যানেজার জহিরুল হুমকি প্রদান করেন।
এ বিষয়ে রুজিনার ভাই আসলাম শনিবার সকালে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।