নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
ভাষা আন্দোলনের শহীদসহ মুক্তি সংগ্রামের সকল লড়াকুদের স্মরণে প্রভাত ফেরি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চাষাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানায় তারা।
জেলা সভাপতি ফারহানা মানিক মুনাএবং সাধারণ সম্পাদক সৃজয় সাহার নেতৃত্বে জেলা কার্যালয় থেকে র্যালি শুরু হয়। র্যালিটি বিবি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায়। সেখানে শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ সহ-সভাপতি সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, অর্থ সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ কমিটির আহ্বায়ক মৌমিতা নূর, সদস্য সচিব আবিদ রহমান, ভোলাইল শাখার আহ্বায়ক মাহাদি হাসান, যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা সহ অন্যান্য কর্মী-সংগঠকরা।
ফারহানা মানিক মুনা বলেন, "মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই জন্ম নিয়েছিল প্রতিবাদ, আর সেই প্রতিবাদই আমাদের সংগ্রামের শক্তি দিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই চেতনা আজও আমাদের পথ দেখায়, অধিকার আর ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেয়।"
তিনি আরো বলেন, "ভাষা শহীদরা শুধু ভাষার জন্য নয়, বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আজও ছাত্রসমাজ সেই স্বপ্ন নিয়েই লড়ছে— সবার জন্য সমান শিক্ষা, গণতন্ত্র আর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।"
ফারহানা মানিক মুনা আরও বলেন, "২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র স্মরণ করার দিন নয়, এটি নতুন শপথ নেওয়ার দিন— অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন। আমরা প্রতিজ্ঞা করছি, আপামর ছাত্রসমাজকে সংগঠিত করে ভাষার মর্যাদা রক্ষা, মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন লড়াই অব্যাহত রাখবে।"