নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ভারতে বিজেপি নেতা কর্তৃক প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) কে অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭-সেপ্টেম্বর) দুপুরে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ শাখার আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়েখ আব্দুল আউয়াল।
অন্যনদের মাঝে এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাশেমি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর
রহমান, মুফতি নুরুল হক ডহরী, মুফতি আবুবকর পাবই, মুফতি ইয়ার মোহাম্মদ, মাওলানা জিয়াউর রহমান আমজাদিসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) এর অপমান আমরা মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারী বিজেপি নেতাকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
বক্তারা সরকারের উদ্দেশ্য আরো বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না। তারা বিগত ১৭ বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করছে।