নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
ষ্টাফ রিপোর্টার ঃ
নারায়ণগঞ্জ শহরে চাষাড়া বাগে জান্নাত মহল্লার শিশু কল্যাণ স্কুল মাঠে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিশু কল্যাণ স্কুল,বাগে জান্নাত মাদ্রাসা ও এলাকার কোমলমতি শিশুরা। ফুল পাখির আসর ও বাগে জান্নাত মহল্লা ও মিশনপাড়ার ক্রীড়ামোদীদের সার্বিক সহযোগীতায় তিন বিভাগের মোট ১৫ টি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া গুলোর মধ্যে ছিল,চলকেট দৌড়,৫০ মিটার দৌড়,অংক দৌড়,মোরগ লড়াই,গানের তালে তালে বল বদল,হাতি উড়ে পাখি উড়েসহ প্রমুখ।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন এলাকা আবাল বৃদ্ধ বণিতা।
ফুল পাখির আসরের সমন্বয়ক ফারুক আহম্মদ রিপনের সভাপতিত্বে
বাদ জোহর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগে জান্নাত পঞ্চায়েত'র সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ বাবুল।বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মিশনপাড়া পঞ্চায়েত'র ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ,বাগে জান্নাত পঞ্চায়েত'র যুগ্ন- সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, আনিসুর রহমান, হাসানুর রহমান, সোহেল,হাফেজ মুক্তার,কালির বাজার দোকান মালিক সমিতির সভাপতি লতিফুর রহমান,মিশনপাড়ার শহিদুল ইসলাম পাক্কু,ডাঃ আতিকুর রহমান,শিশু কল্যাণ প্রাবি-২৪'র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলিছা আক্তার,সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম,লাভলী।
ক্রীড়া পরিচালনার কারেন,ফারুক রিপন,আনিসুর রহমান,জাহাঙ্গীর স্যার,মেহেদি হাসান ডিউক, সামি,আলামিন।
পুরস্কার বিতরণী আগে সংক্ষিপ্ত আলোচনায় বাগে জান্নাত মহল্লার শিশুদের পড়াশোনার পাশাপাশি শারীরিক বিকাশে প্রতিবারের মতো এবারো ক্রীড়া প্রতিযোগীতার ধারাবাহিতা অব্যাহত রাখায় ফুল পাখির আসরের সমন্বয়ক ফারুক রিপনকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাগে জন্নাত পঞ্চায়েত'র সভাপতি হারুনুর রশিদ বাবুল।বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার অহিদুর রহমান অরিফ বাল্যকালে শিশু কল্যাণ স্কুল মাঠে( কবরের মাঠ,পরান গোরস্থান) ফুটবল,ক্রিকেট, স্কাউটিং ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার স্মৃতিচারণ করেন।তিনি ফুল পাখির আসের আয়োজনকে স্বাগত জানিয়ে আগামীতে বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগীতা আয়োজনে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সাংবাদিক শরীফ সুমন বলেন,খানপুরে খেলার মাঠ আছে।আর মিশনপাড়া, চাষাড়া,আমলাপাড়া, বাগে জান্নাত মহল্লার শিশু কিশোরদের খেলাধুলার জন্য একমাত্র মাঠই শিশু কল্যাণ স্কুল মাঠ আগে পুরান গোরস্থান বা কবরের মাঠ হিসেবে মাঠটি পরিচিত ছিল। স্কুলে ক্লাশ চলাকালীন মাঠে খেলাধুলা থেকে বিরত থাকার জন্য শিশু কল্যাণ স্কুলের
সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এলাকার শিশু কিশোরদের অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে ফারুক রিপন শিশু কিশোরদের উদ্দেশ্য বলেন, শিক্ষক , পিতা- মাতা এলাকার মুরুব্বীদের সন্মান করতে হবে।তাদের সন্মান করতে কার্পণ্য করলে তোমরাও একদিন কারো না কারো দ্বারা অসম্মানিত হবে।