নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
গতকাল শনিবার ১৯শে জুলাই তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষোভ মিছিলটি সফল করায় নারায়ণগঞ্জ-৫ আসনের নেতাকর্মীকে শুভেচ্ছা জানালেন মাসুদুজ্জামান মাসুদ
নারায়নগঞ্জ মহানগর ও বন্দর এর সকল বিএনপি এর নেতাকর্মীদের প্রাণঢালা অভিনন্দন জানান মাসুদুজ্জামান মাসুদ। সাবেক সফল রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে ১৯শে জুলাই শনিবার প্রবাসে থাকা অবস্থায় মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বি এন পি এর নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মাসুদুজ্জামান মাসুদ মিছিলের ডাক দিলে অল্প সময়ের মধ্যে হাজার হাজার নেতা কর্মীরা রাজপথে উপস্থিত হয়ে শহরের বরফকল হইতে মন্ডলপাড়া পুলের সড়ক প্রদক্ষিণ করে ২নং রেল গেইট চত্তরে বিক্ষোভ সমাবেশ করে মিছিলের সমাপ্তি করে এসময় নারায়ণগঞ্জ ৫ আসনের বন্দর ও নারায়ণগঞ্জ মহানগর এর সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে অগণিত লোকের উপস্থিতি দেখে মাসুদুজ্জামান আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার ডাকে অল্প সময়ে সকল নেতাকর্মী উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন। তেমনি ভাবে আগামী দিনেও বি এন পি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যের লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে জাতীয়বাদী দলকে শক্তিশালী করব এ আশা ব্যক্ত করে মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের ইলেকট্রিক ও প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সকল সাংবাদিদের সহ মিছিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।