নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপি নেতা ও মডেল ডি গ্রুপের পরিচালক মাসুদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।
শনিবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে মডেল ডি গ্রুপের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মুফতি মনির হোসেন কাসেমী মাসুদুজ্জামানকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।
এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাসুদুজ্জামানের সহযোগিতা কামনা করেন মুফতি মনির হোসেন কাসেমী। বিশেষ করে তল্লা এলাকায় তার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
মাসুদুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জের প্রতিটি আসনে দলের প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে।“
মনির হোসেন কাসেমীও এ মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, “দলীয় আদর্শ ও জনগণের স্বার্থকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উল্লেখ্য, মাসুদুজ্জামান তল্লা এলাকার সন্তান হওয়ায় ওই এলাকায় তার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক ও ভোটার রয়েছে বলে স্থানীয়ভাবে পরিচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারি ভুইয়া, বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নাসিক ১২ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নাসিক ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, অ্যাডভোকেট শরীফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন , কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি মনির, ফতুল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।