নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের মনোনয়ন বাতিলের দাবিতে তিন মনোনয়ন বঞ্চিত প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেছেন।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে বের হওয়া একটি মিছিল উপজেলার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিএনপির (ঢাকা-বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে প্রদত্ত প্রাথমিক মনোনয়ন বাতিলের জোর দাবি জানান।
দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
বিক্ষোভে অংশ নেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ মিয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিরজুল হাসান নয়ন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক শব্দর আলী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক, আড়াইহাজার পৌরসভা বিএনপির আহ্বায়ক রুপচান মিয়া, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য পিয়ারা বেগমসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।
উল্লেখ্য, এ আসনে নজরুল ইসলাম আজাদ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।