নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আমি কোনো দল তৈরি করি নাই। কোর্টে আমি যখন থাকি তখন অনেকেই আমার কাছে আসে। আমাকে বলে- আমি কাজী মনির ভাইয়ের লোক, আজাদ, মান্নান ও শাহ আলমের লোক। আমি বলি আমার কাছে এগুলোর কোনো মূল্য নেই। আমার কাছে মূল্য হলো- বিএনপির লোকের।”
“আমার কাছে তারেক রহমানের লোক ও জিয়ার আদর্শের সৈনিকের মূল্য বেশি। সুতরাং আমরা কেউ কোনো ভাইয়ের লোক হতে চাই না। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমার কোনো পন্থী থাকবে না। আমি বিএনপির লোক তৈরি করবো।”
রোববার (২১ ডিসেম্বর) শহরের মিশনপাড়ায় বাংলাদেশ হোসিয়ারি সমিতিতে এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
সভায় সাখাওয়াত আরও বলেন, “বিএনপিকে সামনে নির্বাচিত করতে হবে। প্রার্থী কে হলো, সেটি বিষয় না। নির্বাচনটি ধানের শীষের। যদি সাখাওয়াতের সৈনিক হন, তাহলে ধানের শীষের উত্তরসূরি নন। আপনাদেরকে জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার উত্তরসূরি হতে হবে। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের সাথে বিরোধের কারণ- পন্থী। এই পন্থী (বিষয়টি) বাদ দিতে হবে। কোনো পন্থী চলবে না। এক বিন্দুতে বিএনপির সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এর মধ্যে কোনোকিছু চলবে না।”
নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “সামনে নির্বাচন। সবাই রোজা রাখেন, ধৈর্য ধরেন, খামোশ হয়ে যান। আচরণ এমন হতে হবে- অন্য দলের ভোটাররাও যেন বিএনপিকে ভোট দেয়।”
দলের প্রধানের আগমনকে ঘিরে কর্মসূচি নিয়ে সাখাওয়াত বলেন, “আপনারা ২৫ তারিখ পর্যন্ত কষ্ট করুন। বিএনপির অনেক সমর্থক রয়েছে। আপনারা যাচ্ছেন, এটা যেন মানুষ জানতে পারে। তাহলেই হবে। প্রতিটি এলাকায় উৎসবের আমেজ তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “দল আমাকে পরে হলেও কিছুটা মূল্যায়ন করেছে। এমনেই করেনি, এটা আপনাদের জন্য করেছে। সুতরাং মাঠে থাকবেন, এক সময় আপনাকেও মূল্যায়ন করা হবে। দলের স্বার্থে অনেক কথা হয়তো বলেছি, আপনারা সেটাকে মনে রাখবেন না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাখাওয়াত বলেন, “যত সংশয় থাকুক, দল থেকে আমাকে নারায়ণগঞ্জ-৫ এ নমিনেশন দিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা সকলে মিলেমিশে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করবো।”
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শান্ত প্রমুখ।