নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ খন্দকার শাহ আলম পৃথিবীর সকলের মায়া ত্যাগ করে ১৫ ফেব্রুয়ারী শনিবার ভোরে ইসদাইর বাজার মসজিদে ফজর নামাজ পড়া কালীন সময়ে হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে ষ্টোক করে জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তাঁর এ চীর বিদায়ে নারায়ণগঞ্জ ব্যবসায়ী মহলে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। অদ্য বাদ যোহর নামাজের পর ইসদাইর বাজার মসজিদে জানাজার নামাজ শেষে মাসদাইর পৌর কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি অনেক আত্নীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলের নিকট আত্নার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।