নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিনিধি-
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর আয়োজনে বাংলাদেশ লেখক সম্মেলন (২৩-২৪) এর পরিবর্তী মূল্যায়ন সভা ও নিয়মিত সাহিত্য আড্ডা চাষাড়া রামবাবুর পুকুর পারস্হ রূপান্তর লিভিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১২ জানুয়ারি শুক্রবার বিকালে উক্ত আড্ডায় সভাপতি কাজী আনিসুল হকের সভাপতিত্বে মুখ্যপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন কবি দীপক ভৌমিক, আলোচনা করেন কবি রইস মুকুল।
সাধারণ সম্পাদক কবি ফরিদুল মাইয়ানের সঞ্চালনায় অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন কবি রাজলক্ষ্মী, কবি জয়নুল আবেদীন জয়, কবি মৃদুল সাহা, কবি শাহ আলম, কবি মোস্তফা কামাল সোহাগ, কবি সুমন সরকার, কবি রুহুল আমিন রুদ্র, কবি মোঃ ওমর ফারুক রানা, কবি মো: শুক্কুর মোহাম্মদ জুয়েল, কবি শফিকুল ইসলাম আরজু, কবি সাজ্জাদ আহম্মেদ খোকন, কবি মিথুন খান প্রমুখ।
আলোচনায় বাংলাদেশ লেখক সম্মেলন (২৩-২৪) অনুষ্ঠিত এর নানান দিক উঠে আসে। ভুলের দিকগুলোকে চিহ্নিত করে আগামীতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে উপস্হিত কবিদের স্বরচিত লেখা পাঠের মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে শীতের সন্ধ্যা।