নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে ড্রেজার ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ তোলা হয়, রফিকুল ও তার পাটনার আবদুল জব্বার মিলে বিভিন্ন এলাকায় ড্রেজার পাইপ বসিয়ে বালু ভরাট করে থাকেন। তারা ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে বালু ভরাটের সময়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে বালু ভরাটের কাজ বন্ধ করে দিবে হুমকি দেয়। এসব কারণে প্রায় ৬ মাস বালু ভরাট বন্ধ ছিল। পরবর্তীতে গত ৩১ জানুয়ারী তাদের বালুর ডার অল্প কিছু বালু ফেলে রিয়াদ ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন। পরে রিয়াদ গং ৫ লাখ টাকা গ্রহণ করে। এছাড়া তাদের প্রায় ১ কোটি টাকার ড্রেজার, বুস্টার ও পাইপ চুরি করে নিয়ে যায়।
এর আগে পুলিশের দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে পুলিশ বাদী হয়ে করা ওই মামলায় আদালতে তোলা হয় রিয়াদ চৌধুরিকে। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে পুলিশ ৭ দিনের রিমাণ্ড আবেদন করে। শুনানি শেষে ২ দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী বিএনপির সদর থানা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক হন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। পরে তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। রিয়াদের গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। পরে ওইদিন বিকেলে রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করে পুলিশ।