
নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত মিরকুন্ডী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় জনগণের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান, যিনি এলাকার মানুষদের সঙ্গে মিলিত হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।
মাসুদুজ্জামান তার বক্তব্য বলেন, প্রিয় মাদরাসার ছাত্র, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী-আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা জানই। আমরা আজ একত্রিত হয়েছি আমাদের প্রিয় দেশনেত্রী, গণতন্ত্রের মা, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার জন্য। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন-তিনি গণতন্ত্র, ন্যায়বিচার এবং মমতার এক উজ্জ্বল প্রতীক। তার সুস্থতা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমি বর্তমানে জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ–৫ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। এজন্য বিগত দিনগুলোতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয়েছে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে এখন সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আমরা সব কর্মসূচি দোয়া মাহফিলে রূপান্তর করেছি-কারণ নেত্রীর সুস্থতার চেয়ে বড় বিষয় আর কিছুই হতে পারে না।
স্বাধীনতার ৫৪ বছরে সবচেয়ে নির্যাতিত মা হলেন বেগম খালেদা জিয়া। মানুষের অধিকার রক্ষার সংগ্রামে স্বামী-সন্তানসহ পরিবারে বহু প্রিয়জন হারিয়েও তিনি কখনো পিছু হটেননি। ওয়ান-ইলেভেনসহ বহু বিপদসংকুল সময়ে দেশত্যাগের সুযোগ থাকা সত্ত্বেও জনগণের পাশে থাকার জন্য তিনি দেশে রয়ে গেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ, তবুও তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমানের সান্নিধ্য ও সেবার সুযোগ থেকেও বঞ্চিত-স্বৈরাচারী সরকারের নির্যাতন ও বাধার কারণে। এমনকি তার যথাযথ চিকিৎসাও নিশ্চিত করা হয়নি, যার ফলে তার শারীরিক অবস্থার অবনতি আরও বেড়েছে। বন্দর ও নগর একই মায়ের সন্তান-আমাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে নারায়ণগঞ্জ–৫ আসনকে আধুনিক, উন্নত ও স্বপ্নময় নগরীতে রূপান্তর করা সম্ভব। গ্যাস সংকট, নিরাপদ পানির অভাব, রাস্তা-সেতু ও পরিকল্পিত নগরায়ণ-সমস্যা আছে, কিন্তু সমাধানের পথও আমাদের হাতেই, যদি সবাই একসাথে কাজ করি।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) দোয়া মাহফিলে, উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো: আলমগীর হোসেন, মাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু। প্রবীণ বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মুরাদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়া নারায়ণগঞ্জের বিএনপির মহানগর, থানা, ও ওয়ার্ড পর্যায়ের কৃষকদল, যুবদল, মহিলাদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তিনি সকলকে একত্রিত হয়ে এলাকার সমস্যা সমাধান, সামাজিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ একযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, এলাকাবাসীর কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।