নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপিসহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে চৌধুরীবাড়ী, কুশিয়ারা, তিনগাঁওসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় একাধিক পথসভায় এবিএম সিরাজুল মামুন বক্তব্য দেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা সভাপতি মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করীম রাজা, ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ বন্দর ইউনিয়নের ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।