নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামের মালিকানাধীন একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের কুড়িপাড়া বটতলা এলাকায় অবস্থিত মেসার্স জান্নাত ট্রেডার্স নামক তুলার গোডাউনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোডাউনের ভেতরে থাকা একটি মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরে সংরক্ষিত তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।