নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে শীতলক্ষ্যা সেতুর তৃতীয় টোলপ্লাজায় ব্রেক ফেল হওয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: কলা ব্যবসায়ী আরিফ (৪৬), পিকাপ চালক আব্দুল জব্বার (৫২), হেলপার ফরিদ (৪৮), লেবার লাল বাহাদুর (৫০), বাসযাত্রী সাগর (২৪), সমীর (২৮), রজ্জব (৪৫), রাজিব (২৩) ও শওকত (৩১)। গুরুতর আহত কলা ব্যবসায়ী আরিফকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ছেড়ে আসা ডি টি এল লিমিটেডের (ঢাকা মেট্রো: ১১-৫০৫৭) বাসটি টোলপ্লাজায় পৌঁছালে ব্রেক ফেল হয়। চালক নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাসটি সামনের পিকাপকে (ঢাকা মেট্রো অ ১১-৫৬৩৯) আঘাত করলে পিকাপের পিছনের বাম্পার ভেঙে প্রায় ১০ ফুট দূরে ছিটকে যায়। ধাক্কার প্রভাবে পাশে থাকা কলাবোঝাই ইজিবাইকও উল্টে যায়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ বাসটি আটক করে। পরে ডি টি এল পরিবহন কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার দায়িত্ব নিলে বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়।
Leave a Reply