নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বন্দরে সাথী আক্তার (৩২) নামে ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ১ নম্বর গলিতে শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাড়ির নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
নিহত সাথী আক্তার রাজবাড়ী জেলার রামকান্তপুর পাঠানপাড়া এলাকার মৃত এলাহী মিয়ার মেয়ে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টার মধ্যে যেকোনো সময় এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এলাকাবাসীর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশি তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।