
নারায়ণগঞ্জে রাতভর অভিযান চালিয়ে তাঁতী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) গভীর রাত থেকে সোমবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত বন্দর থানার ধামগড় ও মুছাপুর এলাকায় অভিযান দুটি পরিচালিত হয়।
আটকরা হলেন—তাঁতী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুল বারেক (৫২), এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. হানিফ কবির (৩৮) বাসিন্দা।
পুলিশ জানায়, প্রথম অভিযানে রাত ৩টার দিকে ধামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আব্দুল বারেককে আটক করা হয়। পরে রাত ৪টা ২০ মিনিটের দিকে মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে হানিফ কবিরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, হানিফ কবিরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, আব্দুল বারেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।