নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
ফতুল্লা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামানের মৃত্যু পদটি শূন্য হয়। প্রয়াত জামানের স্থলাভিষিক্ত হয়েছে স্থায়ী সদস্য এমএ সুমন। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আবদুর রহিম-মাসুমের দায়িত্বপ্রাপ্ত কমিটির মেয়াদ বৃদ্ধি করে আগামী ২০২৭ইং সালের ১০ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি আবদুর রহিম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, প্রচার সম্পাদক মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক প,ম আজিজ, কার্যকরি সদস্য রাশেদুল ইসলাম, মো. সেলিম, জসিম উদদীন, আরিফ হোসেন, সোহেল রানা, রাকিব চৌধুরী শিশির।