নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত মাদার কালার নামের একটি গার্মেন্ট কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে বিপুল পরিমাণ কাপড় ও এক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বুধবার বিকেলে সাড়ে ৪ টায় অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম। এরআগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গার্মেন্টসটির নিচতলার গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে আকস্মিকভাবে মাদার কালার নামের গার্মেন্টস কারখানার গোডাউনে অগ্নিকান্ড শুরু হয়। আগুন দেখতে পেয়ে কারখানার লোকজন প্রথমে ফতুল্লা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফতুল্লার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকতে থাকায় আরো ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।