নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকারী দুজন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের আটক করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার পাগলা তালতলা এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
নিহত যুবকের নাম সজিব দেবনাথ (২৮)। সে বরগুনা জেলার সদরের কাঠপট্টি রোডের আসুতোষ দেবনাথের ছেলে।
অপরদিকে আটককৃতরা হলেন- ফতুল্লার পাগলা নয়ামাটি মন্দির সংলগ্ন এলাকার বিজয়ের ছেলে রবি (১৮) ও পাগলা স্কুল সংলগ্ন এলাকার মিঠুর ছেলে সাজ্জাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে সজিব, রবি ও সাজ্জাদ নামে তিন যুবক তৌহিদ ট্রেডার্সের ঘাট দিয়ে নদীতে ভাসমান পাঁচতারা আনলোড নামে ড্রেজারে উঠে। রাত ১২টার পরে গাঁজা সেবন অবস্থায় তিনজন তর্কে জড়িয়ে পড়ে। এসময় রবি ও সাজ্জাদ মিলে সজিবকে গাঁজা কাটার ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন সজিব চিৎকার করলে ড্রেজার শ্রমিকরা ঘুম থেকে উঠে আসলে তারা দৌড়ে তীরে উঠে আবারো ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সজিব মাটিতে লুটে পড়লে রবি ও সাজ্জাদ পালিয়ে যায়। তখন থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে ধাওয়া করে রবি ও সাজ্জাদকে আটক করেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েঠি। হত্যার সঙ্গে জড়িত দুজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত সজিব দেবনাথের বাবা আসুতোষ দেবনাথ একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হচ্ছে।
Leave a Reply