নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লার কাশীপুরে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) কাশিপুর মসজিদ এলাকায় অরিয়ন বিদ্যুৎ প্লান্ট‘র সামনে থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, এক মাস যাবত কাশীপুরে ঘোরাঘুরি করতে দেখা যায় সেই বৃদ্ধকে। তিনি মানুসিক ভারসাম্যহীন ছিলেন। তার বয়স আনুমানিক ৪৮ বছর হবে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।