নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের একটি খালি জায়গায় ছুড়িকাঘাতের শিকার হয়েছে ফকির গার্মেন্টসের এক শ্রমিক। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ওই ঘটনা ঘটে। পরে উদ্ধার করে আহত যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকের নাম মো. শামীম (২২)। সে ফকির এ্যাপারেলসে গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) সোলেয়মান মাহাবুব। তিনি বলেন, প্রাথমিক ভাবে জানতে পারি নারায়ণগঞ্জ জেলা পরিষদের একটি খালি জায়গা দিয়ে যাচ্ছিলেন। সেখানে দুর্বৃত্তরা তাকে ছুড়িকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে। সেখানে দায়িত্বে থাকা কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ বর্তমানে ঢাকা মেডিকেলে আছে। আমরা পরিবারের সাথে যোগাযোগ করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।