নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্বরণে নাগরিক স্বরণসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্বরণ পরিষদ’র আয়োজনে ওই সভার আয়োজন করা হয়। এ সময় প্রয়াত সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন’র স্মরণে দোয়া ও আলোচনা করা হয়। সভায় উপস্থিত বক্তা ও প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন’র সহ কর্মীরা তার সাথে কাটানো স্মৃতিময় সময় স্বরণ করেন।
সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্বরণ পরিষদ’র আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমীর মুহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, বর্তমান সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানাসহ নেতৃবৃন্দ।
এছাড়া প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের স্বরণ সভায় পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে মনিরুল ইসলাম সবুজ, ছোট ছেলে মাহমুদুল ইসলাম সৌরভ ও কণ্যা জাওয়াতা আফনান সুরভী।